পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগের জারি করা নিষেধাজ্ঞা সোমবার সকাল ৬টা থেকে কার্যকর হয়।
রবিবার রাতে তথ্য অধিদপ্তর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রবিবার সকাল ৬টার দিকে সেতুর গেট খুলে দেয়া পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শত শত বাস, ট্রাক, গাড়ি, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন: নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
এছাড়া পদ্মা সেতুতে যানবাহন থামানো, হাঁটা ও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা দিয়েছে সরকার।
রবিবার রাতে ব্রিজ পার হওয়ার সময় ইউএনবির সাংবাদিকরা দেখতে পান, যানবাহন নিয়ম না মেনে এবং টোল প্লাজার সামনে এলোমেলোভাবে একে অপরকে অতিক্রম করার চেষ্টা করছিল। আর এক্ষেত্রে মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি দায়ী।
আরও পড়ুন: পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন দ. এশীয় নেতারা
যানবাহন চালক ও মোটরবাইক চালকদের এলোমেলো আচরণের কারণে সেনা সদস্যদের শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ছিল।
ব্রিজের দুপাশে শত শত মোটরসাইকেলও ছিল যারা শুধুমাত্র দেখার জন্য এসেছে বলে মনে করা হচ্ছে।