আরও পড়ুন:বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দীন আলী মারা গেছেন
বিশিষ্ট সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত প্রযোজক রাত সাড়ে ১০ টার দিকে কোভিড-১৯ এর কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ।
ফেব্রুয়ারির শুরুর দিকে আলমের কোভিড-১৯ শনাক্ত হলেও পরবর্তী সময়ে পরীক্ষা করে তার কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট এসেছিল। কিন্তু একই সময়ে তার অন্যান্য রোগ নিরাময়ের জন্য চিকিত্সা চলছিল এবং সেই সময় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন।
আরও পড়ুন:বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে সংগীত শিক্ষকের মৃত্যু, নতুন শনাক্ত ৪৫
অবস্থার অবনতি হলে মঙ্গলবার জানে আলমকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
বুধবার মগবাজারে জানে আলমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলমকে মানিকগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দাফন করা হবে।
ইশকুল খুইলাছে রে মাওলা, একটি গন্ধমের লাগিয়া, দয়াল বাবা কেবলা কাবা এবং আরও অনেক জনপ্রিয় সংগীতসহ আনুমানিক চার হাজার গান রয়েছে তার।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই জানে আলম তার সংগীত জীবন শুরু করেছিলেন এবং পপ ও ফোক আইকন হিসেবে খ্যাতি অর্জন করেন।