প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বন্যা নিজেই বিষয়টি প্রকাশ করে জানান, ১২ দিন আগে তার নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।
রবিবার ইউএনবি’র সংস্কৃতি বিষয়ক সংবাদদাতাকে বন্যা বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তবে এখন আমি সুস্থ। করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর থেকে আমি বাড়িতেই ছিলাম। মঙ্গলবার আবার পরীক্ষা করবো এবং আশা করছি এবার ফলাফল নেগেটিভ আসবে।’
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা বন্যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।