মানুষের জীবন ও জীবিকার জন্য কঠোর লকডাউন শিথিল করা হয়েছে, কিন্তু করোনা পরিস্থিতি আরও খারাপ হলে এটি পুনরায় জারি করা হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
সোমবার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কার্যালয়ে সওজ ও একটি নির্মাণ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুনঃ টিকার চেয়ে মাস্ক বেশি কার্যকর: কাদের
কাদের বলেন, গণপরিবহনে ভাড়া মহামারির আগের মতোই হবে। সম্প্রতি বাড়ানো ভাড়া নেওয়া যাবে না, কারণ সেগুলো সম্পূর্ণ যাত্রী ধারণক্ষমতায় চলবে। মন্ত্রী বলেন, যাত্রী এবং বাসকর্মী উভয়কেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে। তিনি বিআরটিএকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান। তিনি প্রকৌশলীদের রাস্তা নির্মাণে মান বজায় রাখার আহবান জানান। এছাড়া মন্ত্রী সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনারও আহবান জানান।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধুকে যারা মুছে ফেলার চেষ্টা করেছিল ইতিহাস তাদের ভুলে গেছে: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরকারের গণটিকা অভিযান নিয়ে বিএনপির সমালোচনাকে উড়িয়ে দিয়ে বলেন, জনগণ এই টিকা দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, এটি বিএনপি নেতাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এসময় তিনি বিএনপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণমুখী রাজনীতি এবং জনগণের প্রতি তার গভীর অঙ্গীকার থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান।
আরও পড়ুনঃ টিকা নিয়ে মিথ্যা রটানো বন্ধ করুন: বিএনপিকে কাদের
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের সচিব নজরুল ইসলাম, প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং নির্মাণ কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।