চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আবেদন করলে এ আদেশ দেন।
আবেদনে আইনজীবী বলেন, মামলার বিচারকাজ শেষ করার জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। সুতরাং, মামলাটি বাতিল করা উচিত। কারণ আদালত নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যে এটি নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল আলম বলেছেন যে যদিও আইনে বলা রয়েছে ১২০ কার্যদিবসের মধ্যে মামলা শেষ করতে হবে। তবে এটা বাধ্যতামূলক নয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত মামলার কার্যক্রম বাতিলের আবেদন খারিজের আদেশ দেন।
আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন।
পরীমণির অনুপস্থিতিতে তার আইনজীবীরা হাজিরা দেন। সেসময় পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদারও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পরীমণির অভিমান কি ঘুচল?
৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসায় র্যাবের অভিযানের পর আটক করা হয়। পরদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
২০২১ সালের ৩১ আগস্ট ঢাকার একটি আদালত মাদক মামলায় পরীমণিকে জামিন দেন। পরেরদিন তিনি কারাগার থেকে বের হন।
৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আরও পড়ুন: মিমের স্ট্যাটাসের উত্তর দিয়ে স্ক্রিনশট শেয়ার করলেন পরীমণি
১৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে পুলিশের করা অভিযোগ আমলে নেন।
২০২২ সালের ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক নজরুল ইসলাম এ মামলায় পরীমণিসহ তিনজনকে আসামি করেন।
৩০ জানুয়ারি পরীমণি মামলা ও পরবর্তী অভিযোগ বাতিলের জন্য হাইকোর্টে আপিল করেন।