নাটোরের লালপুর উপজেলার বড়বড়িয়া গ্রামে পাটখেতে কৌশলে গাঁজার চাষ করে আসছিলেন বশির উদ্দিন ও তার স্ত্রী চম্পা বেগম। খবর পেয়ে শনিবার (২৪ মে) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালায়।
তাদের বাড়ি থেকে ৮০০ গ্রাম শুকনো গাঁজা এবং বাড়ির পেছনের পাটখেতে তিনটি গাঁজার গাছ জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বশির উদ্দিনের স্ত্রী চম্পা বেগমকে আটক করা হয়। তবে তার স্বামী বশির উদ্দিন পলাতক রয়েছেন।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদক জব্দ
এদিকে এই ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, তারা পাট চাষের আড়ালে গাঁজার চাষ করে আসছিলেন। স্থানীয়ভাবে তা বিক্রি করতেন, এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করে ফেলছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘পাটখেতে অভিনব পদ্ধতিতে গাঁজার চাষ ও ব্যবসা চলছিল, তা সেনাবাহিনীর সহযোগিতায় উন্মোচন করা সম্ভব হয়েছে। আটক নারী ও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক স্বামী বশির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’