রাজধানীতে পানির দাম শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।
ওয়াসার বোর্ড সভায় পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর সাম্প্রতিক প্রস্তাবের বিষয়ে বুধবার সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘উৎপাদন খরচের সঙ্গে পানির দামের সমন্বয় করতে আমরা এ প্রস্তাব দিয়েছি।’
গত সোমবার অনুষ্ঠিত ওয়াসা বোর্ড সভায় দেয়া প্রস্তাব অনুযায়ী, আবাসিক এলাকার গ্রাহকদের জন্য প্রতি ইউনিট পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা থেকে বাড়িয়ে ২১ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য দাম বর্তমান ৪২ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করা হবে।
এ প্রস্তাব ওয়াসা বোর্ড অনুমোদন করলে চলতি বছরের এক জুলাই থেকে তা কার্যকর হবে।
পানির দাম বাড়ানোর পরিকল্পনার বিষয়ে ঢাকা ওয়াসার প্রধান বলেন, প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে সক্ষম ও স্বাবলম্বী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন: ওয়াসার পানির দাম বাড়ানো কেন অবৈধ নয়: হাইকোর্ট
তাকসিম খান সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অর্থায়ন সংস্থার কাছ থেকে নেয়া ঋণ ফেরত দিতে নিয়মিত ঋণ সেবা নিতে হয়।’
তিনি বলেন, এসব ঋণের নিশ্চয়ক সরকার।
ঢাকা ওয়াসার প্রধান বলেন, রাজধানীর পানির দাম কম রাখতে এবং প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে সচল রাখতে সরকার এখনও বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে আসছে।
তিনি বলেন, ‘আমরা প্রতি এক হাজার লিটার পানিতে সরকারি ভর্তুকি হিসাবে ১০ টাকা পাচ্ছি। কিন্তু ঢাকা ওয়াসার মতো একটি প্রতিষ্ঠান এ ধরনের আর্থিক সহায়তার ওপর নির্ভর করে টিকতে পারে না।’
আরও পড়ুন: ঢাকা ওয়াসার এমডি নিয়োগের প্রস্তাব চ্যালেঞ্জ করে রিট
ধীরে ধীরে পানির দাম বাড়াতে সরকারের কাছ থেকে পরামর্শ রয়েছে বলেও জানান তিনি।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১৩ বছরে ঢাকা ওয়াসার পানির দাম ১৩ বার বাড়ানো হয়েছে।