রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। এর আগে একই ঘটনায় গত ২৬ জুন রাতে আবু তালেবের ভাই আবুল কালাম নিহত হন।
নিহতরা উপজেলার দুলাই ইউনিয়নের শান্তিপুর বেতুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, বাড়ির আঙিনায় একটি গাছ নিজেদের সীমানায় দাবি করে দুই ভাই আবুল কালাম ও আবু হানিফ পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে গত ২৬ জুন দিবাগত রাত ৯টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভাতিজা রিপন ছুরি নিয়ে হামলা করে। এতে চাচা কালাম ও তালেবসহ অন্তত চারজন ছুরিকাঘাতে আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করে।
আহত আবু তালেব, জামাল হোসেন ও সাজাই হোসেন চিকিৎসাধীন ছিলেন। গুরুতর হওয়ায় আবু তালেবকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম তালেব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। রিপনকে গ্রেপ্তার করে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।