পাবনায় একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নতুন ট্রাফিক মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গৃহবধূ সুবর্ণা খাতুন (২৯) নাটোরের লালপুর উপজেলার আব্দুল সাত্তারের মেয়ে। তিনি পাবনা সদরের টেবুনিয়া কৃষি ফার্মে চাকরি করতেন। তার স্বামী সাব্বির হোসেন ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: সিলেটে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর কুশিয়ারা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদীর দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড় এলাকার দিরাজ উদ্দিনের বাড়ির দোতলায় স্বামীর সঙ্গে বাস করতেন গৃহবধূ সুবর্ণা। প্রায় ২০ দিন আগে স্বামী স্ত্রীর মনোমালিন্যের কারণে তাদের দুই জনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ওই বাড়িতে সূর্বণা কয়েকদিন ধরে একাই বসবাস করতেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১২টার দিকে প্রচণ্ড গরমের কারণে লাশের পচাঁ গন্ধ বের হলে বাড়ির মালিক দোতলার ঘরে গিয়ে ডাকাডাকি করেন। একপর্যায়ে ভেতর থেকে কোনো সাঁড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন।
পরে ঈশ্বরদী থানা পুলিশ সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে বিছানায় গৃহবধূ সূর্বণার লাশ দেখতে পান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে ঘরের দরজা ভেঙ্গে ওই নারীকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ওসি জানান, তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে মৃত্যু হতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভুক্ত হয়েছে। কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: শাহবাগ থেকে রিকশাচালকের লাশ উদ্ধার