ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ইউএনবি)- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের ফাঁকে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাংলাদেশের অনুমোদনের দলিল জাতিসংঘে জমা দিয়েছেন পরারাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বাংলাদেশ ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে যোগ দেয়।
চুক্তিটি ২০১৭ সালের জুলাইয়ে গ্রহণ করা হয় এবং সই করার জন্য সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকে।
বাংলাদেশ চুক্তিটি উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই সই করে এবং এখন ৩২টি দেশ তা যথাযথভাবে অনুমোদন করেছে।
চুক্তিটি ৫০তম দেশের অনুমোদন পাওয়ার পর কার্যকর হবে।
বাংলাদেশ সম্পূর্ণ নিরস্ত্রীকরণে বিশ্বাস করে এবং ইতিমধ্যে অন্যান্য বৈশ্বিক পারমাণবিক চুক্তির সদস্য হয়েছে।