পুলিশ সংস্কারে শিগগির কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, পুলিশ সংস্কারের বিষটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনও কোনো কমিটি গঠিত হয়নি। তবে শিগগির হবে।
প্রাথমিক কমিটি কোন প্রক্রিয়ায়, কীভাবে ও কাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে- তা নির্ধারণ করবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লাইলারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল।
আরও পড়ুন: বাংলাদেশে সব বিদেশি নাগরিকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাক্ষাৎকালে পুলিশ সংস্কার-বন্যা পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণ করে প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হবে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
তিনি বলেন, সেসময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ নেওয়া হবে।
তবে যেসব মতামত-পরামর্শ দেশের জন্য সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে বলে জানান উপদেষ্টা।
স্টেফান লাইলার বলেন, বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত, যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে।
তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন।
আরও পড়ুন: মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি।
বৈঠকে বাংলাদেশের বন্যা পুনর্বাসনের জন্য ইউএনডিপি সমীক্ষা চালাচ্ছে বলে জানান আবাসিক প্রতিনিধি।
তাছাড়া এ কাজে ইউএনডিপির পক্ষ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলেও সভায় জানানো হয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ইউএনডিপির অ্যাডভাইজর সাইমন বোনেসি, ডেমোক্রেটিক গভর্নেন্স পোর্টফলিও বিষয়ক ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) বাংলাদেশ প্রধান আবদুস সাত্তার ইসোয়েভ, আইওএম বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুশরাত গাজ্জালি, ইউএন ওমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং, ইউএনওডিসি অফিস প্রধান এ.আই. ফেলিপ রামোস ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) জেন্ডার বিষয়ক প্রধান শামীমা পারভীন।
আরও পড়ুন: সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার