পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার এবং পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি তাদের দায়িত্ব যথাযথভাবে ও আইনানুগভাবে পালনের নির্দেশ দেন এবং মামলাগুলো সতর্কতার সঙ্গে তদন্ত করার নির্দেশ দেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আইজিপি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দুর্গাপূজা যাতে পালন করা যায়, সেজন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। এছাড়া কেউ যেন গুজব না ছড়ায় তা নিশ্চিত করতে হবে।
আইজিপি মাঠ পর্যায়ে সব সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় রেখে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন।
আরও পড়ুন: দেশপ্রেমের চেতনায় দায়িত্ব পালন করুন: ক্যাডেট উপরিদর্শকদের উদ্দেশে আইজিপি
সম্মেলনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপারেশন) মো. আতিকুল ইসলাম ২০২৩ সালের এপ্রিল-জুন এবং জুলাই-সেপ্টেম্বর ২০২৩ কোয়ার্টারের সামগ্রিক অপরাধ পরিস্থিতি যেমন, ডাকাতি, খুন, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা তুলে ধরেন।
সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার তথ্য পর্যালোচনা করে জানানো হয়, গত জুলাই-সেপ্টেম্বর ২০২২ প্রান্তিকের তুলনায় চলতি বছরের দুই প্রান্তিকে ডাকাতি, খুন ও দাঙ্গার ঘটনা কমেছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।
সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত আইজিপি, ঢাকা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপাররা (এসপি) উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আশ্বাস আইজিপি’র
মার্কিন ভিসা নীতির কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না: আইজিপি