বাংলাদেশ ও ভারতের সুশীল সমাজ, থিঙ্ক ট্যাংক, গবেষক, শিক্ষাবিদদের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি প্রতিবেশী হিসেবে কূটনীতির জন্য এটিকে ‘রোল মডেল’ উল্লেখ করে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সুশীল সমাজকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।
বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত বাংলাদেশ-ভারত সম্পর্ক: শীর্ষক সেমিনারে বক্তব্যে শাহরিয়ার আলম এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত যখন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছে, তখন এই সম্পর্কের প্রশস্ততা এবং গভীরতাকে তুলে ধরেছে যা শুধু রক্তে গড়া হয়নি, গত ৫০ বছরে কখনও কখনও পরীক্ষিতও হয়েছে।
তিনি বলেন, বছরের পর বছর ধরে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং উভয় দেশের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এই বন্ধুত্বের পরিস্ফুটনে যথেষ্ট অবদান রেখেছে।
পড়ুন: বঙ্গোপসাগরকে সংযোগ সেতুতে রূপান্তরের আহ্বান মোদির
বিআইআইএসএসের চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের (ভিআইএফ) পরিচালক অরবিন্দ গুপ্ত প্রমুখ।
বিআইআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সেমিনারে সংগঠনটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (ভিআইএফ) পরিচালক অরবিন্দ গুপ্ত, সিনিয়র ফেলো শ্রীরাধা দত্ত, বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজের চেয়ারম্যান এএসএম শামসুল আরেফিন সেমিনারে বক্তব্য দেন।
পড়ুন: রাশিয়া-ইউক্রেন দীর্ঘস্থায়ী যুদ্ধ দেশের পরিবহন ও কৃষি উৎপাদন খরচকে প্রভাবিত করবে: পররাষ্ট্রমন্ত্রী