বাংলাদেশ-ভারত
কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে।
তৃতীয় দিন রবিবার সকাল থেকে বৃষ্টি না হলেও আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি।
এর আগে দ্বিতীয় দিনেও এক বলও মাঠে গড়ায়নি। পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এমনকি বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরুতেও বিলম্ব হয়।
আরও পড়ুন: বৃষ্টিতে মধ্যাহ্নভোজের পরপরই থামল প্রথম দিনের খেলা
কানপুর থেকে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর খবরে জানায়, সকাল থেকে বৃষ্টি না হওয়ায় খেলা শুরু না করার সিদ্ধান্তটি বিস্ময়কর ছিল।
দিনটি পরিত্যক্ত ঘোষণার আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে কানপুরে সূর্য ওঠে।
ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ভালো করার তেজ নিয়েই ম্যাচটি শুরু করেছিল বাংলাদেশ। এই সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হারায় বাংলাদেশ, যাকে ঐতিহাসিক জয় বলা যায়।
কানপুর টেস্টের আগে, প্রথম টেস্টে বাংলাদেশ চেন্নাইয়ে ভারতের মুখোমুখি হয়েছিল। ব্যাটারদের ব্যর্থতায় ২৮০ রানের হার বরণ করতে হয় তাদের।
টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: চেন্নাই টেস্টে ব্যর্থ কী বাংলাদেশ?
৩ মাস আগে
বন্যা মোকাবিলায় বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের কর্মপরিকল্পনা তৈরির প্রস্তাব প্রধান উপদেষ্টার
বন্যার মতো জরুরি পরিস্থিতি যৌথভাবে মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চ পর্যায়ের পরিকল্পনার ধারণার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই ধারণা দেন তিনি।
এসময় তিনি জরুরি ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পতাকা বৈঠকের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
সাক্ষাতের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পানির বিষয়ে উচ্চ পর্যায়ের সহযোগিতা এবং জরুরি পরিস্থিতিতে এটি সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতি: বাংলাদেশের সঙ্গে ভারতের 'অসহযোগিতা'র কথা বললেন উপদেষ্টা নাহিদ
ত্রিপুরায় বৃষ্টিপাত ও বন্যার বিষয়টিও বৈঠকে উঠে আসে।
বৈঠকে বন্যা ইস্যুতে প্রণয় ভার্মা বলেন, ‘পানি বেড়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে পানি বের হয়ে যায়। পানি অনেক বেড়ে গিয়েছিল।’
ত্রিপুরার বন্যাকে 'অত্যন্ত নজিরবিহীন’ আখ্যায়িত করে তিনি বলেন, এতে ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এতে বাংলাদেশ ও ভারত উভয় পক্ষেই বিপর্যয় সৃষ্টি হয়েছে।
বৈঠকে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তির কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, যৌথ নদীর পানি বণ্টন একসঙ্গে কাজ করার মাধ্যমে সমাধান করা যেতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি ‘বড় পরিবার’।
বৈঠকে সংখ্যালঘু ইস্যু নিয়েও আলোচনা হয়।
এর আগে অধ্যাপক ইউনূস বলেছিলেন, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদনগুলো "অতিরঞ্জিত"।
ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর করে সরেজমিনে প্রতিবেদন তৈরির আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়টি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার সংখ্যালঘুসহ দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে বিমসটেক ও সার্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার তরুণদের একত্রিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশে বন্যার জন্য ত্রিপুরার ডুম্বুর বাঁধ দায়ী নয়: নয়াদিল্লি
ভারতের সঙ্গে তার সুসম্পর্কের কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, সেখানে তার অনেক বন্ধু রয়েছে। ভারতের ১৮টি বিশ্ববিদ্যালয়ে ইউনূস সেন্টার চালু রয়েছে।
তিনি ‘তিন শূন্যের বিশ্ব – শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নীট কার্বন নিঃসরণের’ কথাও বলেন।
এসময় শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার ভার্মা।
তারা বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: বন্যায় ৬ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ লাখ মানুষ
৪ মাস আগে
শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
আইসিসি বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার (১ জুন) নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
নবনির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রস্তুতি ম্যাচ হতে যাচ্ছে। এই মাঠে এর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ গড়ায়নি। সপ্তাহখানেক আগেও নির্মাণাধীন ছিল এই ভেন্যু।
বিশ্বকাপের ম্যাচের জন্য ‘ড্রপ-ইন পিচ’ ব্যবহার করছে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ ধরনের পিচগুলো অন্য জায়গায় তৈরি করে মাঠে এনে স্থাপন করা হয়।
আরও পড়ুন: টাইগাররা প্রস্তুত: টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে
বাংলাদেশের মাঠগুলোতে ড্রপ-ইন পিচের ব্যবহার নেই বললেই চলে, তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রায়ই ড্রপ-ইন পিচে খেলা হয়। এই পিচগুলো রক্ষণাবেক্ষণের সুবিধা বেশি, সহজে সরিয়ে নেওয়া যায় এবং অন্য কোনো মাঠে ব্যবহার করা যায়।
পুরোপুরি নতুন এক মাঠ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
নিউইয়র্কের স্টেডিয়াম নিয়ে আইসিসির এক ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমি মনে করি এটা আকর্ষণীয়।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাচ্ছি, আমরা সবাই ইন্টারনেটে দেখেছি যে কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটি একটি উপযুক্ত স্টেডিয়ামের মতো দেখাচ্ছে এবং দুর্দান্ত লাগছে। এটা খুব ভালো লাগছে এবং আমার কাছে আকর্ষণীয় লাগছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেন্যুটির নির্মাণকাজ দেখে শান্ত বেশ মুগ্ধ হয়েছিলেন।
একই ভেন্যু সম্পর্কে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘খুব সুন্দর লাগছে। বেশ খোলামেলা মাঠ। আমরা এখানে এসে প্রথম ম্যাচ খেলব। স্টেডিয়ামটির পরিবেশ উপভোগ করার জন্য অপেক্ষা করতে পারছি না।’
আরও পড়ুন: সীমিত প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছে টাইগাররা
মূল পর্বে নামার আগে এই ম্যাচে নিজেদের পারফরম্যান্স আরও ভালো করার দিকে নজর দেবে বাংলাদেশ। দলের মূল লক্ষ্য থাকবে ধুঁকতে থাকা টপ অর্ডারকে গুছিয়ে নেওয়া।
খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।
আগামী ৭ জুন ডালাসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ার প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। আর আগামী ১০ জুন নিউইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আরও পড়ুন: ঝড়ে ক্ষতবিক্ষত টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম
৭ মাস আগে
সীমান্তে বাংলাদেশিদের মৃত্যু কমেছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে অতীতের তুলনায় সাম্প্রতিক দিনগুলোতে প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার বেড়েছে, যার ফলে দুই দেশের সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা কমেছে।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। কিছুদিন আগে আমি যখন ভারত সফরে গিয়েছিলাম, তখন আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করেছি, যাতে সীমান্তে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করা যায়। অতীতের তুলনায় এখন প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার বেড়েছে।’
লালমনিরহাট ও নওগাঁয় সাম্প্রতিক সীমান্ত হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
আরও পড়ুন: জিম্মি জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে তা তারা দেখতে চান।
বিজিবি ও বিএসএফ যৌথ টহল, নজরদারি, জনসচেতনতামূলক কর্মসূচি জোরদার, অপরাধী বা বাসিন্দাদের সীমান্ত অতিক্রম রোধ এবং তথ্য বিনিময়ের মাধ্যমে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হতাহতের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে সম্মত হয়েছে।
তিনি বলেন, যেহেতু বিজিবি ও বিএসএফ সম্পৃক্ত রয়েছে, তারা মনে করে সীমান্ত সমস্যার সমাধান হতে পারে।
আরও পড়ুন: ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশের বাজারকে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য: পররাষ্ট্রমন্ত্রী
৯ মাস আগে
নোম্যান্সল্যান্ডে যৌথভাবে বাংলাদেশ-ভারতের ২১ ফেব্রুয়ারি উদযাপন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে যশোরের বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে কাঠ, বাঁশের তৈরি অস্থায়ী শহীদ মিনারের প্রস্তুতির কাজ শুরু করেছেন শ্রমিকেরা।
আরও পড়ুন: শাবিপ্রবির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অন্য সময় উৎসবে হাজার হাজার মানুষের উপস্থিতিতে রক্তদান, বই মেলাসহ নানা কর্মসূচিতে মিলন মেলা অনুষ্ঠিত হলেও এবার তা স্বল্প পরিসরে উদযাপন করা হবে।
উপজেলা শার্শার আওয়ামী লীগের আয়োজনে ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশের পক্ষে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন নোম্যান্সল্যান্ডে শহীদ মিনারে ফুল দেবেন।
অন্যদিকে ভারতের পক্ষে শ্রদ্ধা জানাবেন ভারতের উত্তর ২৪ পরগনার বিধায়ক (এম এল এ) শ্রী নারায়ণ গোস্বামীর নেতৃত্বে ২০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব।
আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এ উপলক্ষে দুই সীমান্তে বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন জানান, এবারের বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে অল্প সময়ের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হবে। বিশেষ এ দিনে স্বপ্ল পরিসরে দুই বাংলার মানুষ এক সঙ্গে মিলিত হতে পারে। এ সময় আনন্দে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন দুই বাংলার ভাষাপ্রেমী মানুষ।
আরও পড়ুন: ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের সেরা গন্তব্য: ঢাকার কাছেই ১০ রিসোর্ট
১০ মাস আগে
গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী
ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত 'থার্ড এডিশন অব গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩’ (জিএমআইএস)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতের পোর্ট, শিপিং ও ওয়াটারওয়েজ এবং আয়ুষমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে অংশ নেন।
নৌপ্রতিমন্ত্রী ছাড়াও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেন।
সম্মেলনে নৌপরিবহন খাতের বিভিন্ন দিকের গুরুত্ব তুলে ধরে এ খাতের উত্তম চর্চার প্রসার, বৈশ্বিক মেরিটাইম শিল্প, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনের মধ্যে আন্তঃসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদার করণের উপযুক্ত পরিবেশ তৈরির বিষয়ে আলোকপাত করা হয়।
আরও পড়ুন: ফিলিস্তিনিদের বেঁচে থাকার কথা কে ভাববে?: প্রশ্ন চীনের রাষ্ট্রদূতের
টেকসই মেরিটাইম খাত, গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন ও প্রযুক্তি, পর্যটন, মেরিটাইম ক্লাস্টার্স, দেশীয় জাহাজ নির্মাণ ও মেরামত, অভ্যন্তরীণ ও উপকূলীয় শিপিং, নৌ-নিরাপত্তা, পেশাগত মেরিটাইম সেবাসহ উক্ত খাতে অর্থায়ন, বীমা, সালিশী ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের ফলে বাংলাদেশ-ভারতের মেরিটাইম সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। মেরিটাইম সেক্টরের পারস্পরিক জ্ঞান বিনিময়ের এমন প্লাটফর্ম উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য এই সম্মেলন সহায়ক ভূমিকা রাখবে।
আরও পড়ুন: মাসুদ-আফরিন বৈঠক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ’ নির্বাচন চায়
আইআরআই-এনডিআই মিশনের সুপারিশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ‘প্রায় একমত’: পররাষ্ট্র সচিব
১ বছর আগে
বাংলাদেশ-ভারত অর্থনীতির নতুন যুগে পা দিয়েছে: শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ ও ভারত অর্থনীতির একটি নতুন যুগে পা দিয়েছে। এটি উভয় দেশের অর্থনীতি ও দ্বিপক্ষীয় বাণিজ্যের উন্নয়নে সাহায্য করবে।
তিনি আরও বলেছেন, এটি বৈদেশিক মুদ্রার নিট চাহিদা কমাতে পারে। এতে মার্কিন ডলার কিছু পরিমাণে বর্তমান অ্যাকাউন্ট সম্পর্কিত বাণিজ্য প্রবাহের নিষ্পত্তিতে এবং ব্যবসা করার খরচও কমিয়ে দেবে।
বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (১১ জুলাই) শাহরিয়ার আলম ঢাকার গুলশানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ইবিএল-ইন্ডিয়া বিজনেস ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি ঘোষিত ‘ভারতীয় রুপিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য নিষ্পত্তি’ পদ্ধতির উল্লেখ করেন।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশ ব্যাংক ১১ জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে ভারতীয় রুপিতে (আইএনআর) বাণিজ্য শুরু করে।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।
হাইকমিশনার উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ভারত-বাংলাদেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। এর মধ্যে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং সংযোগ ছিল অন্যতম। যা সেই রূপান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।
তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের উল্লেখযোগ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর নতুন উপায় খুঁজে বের করতে উভয় দেশের সরকারের সমন্বিত প্রচেষ্টার উপরও জোর দেন।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভারতের মুদ্রায় বাণিজ্য লেনদেন রিজার্ভের ওপর চাপ কমাবে: হাইকমিশনার
ভারতীয় হাইকমিশনার বলেছেন, আইএনআর-এ দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তির জন্য নতুন প্রক্রিয়া চালু করা উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি ছিল, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নির্ভরতা হ্রাস করে লেনদেনের খরচ কমাতে সাহায্য করবে। একই সঙ্গে সময়, গতি, দক্ষতা ও বাণিজ্য নিষ্পত্তির সুবিধার উন্নয়ন করে এবং প্রতিযোগিতামূলকতা ও সামগ্রিক বাণিজ্যের পরিমাণ বাড়ায়।
স্থানীয় ব্যবসার দীর্ঘস্থায়ী চাহিদার প্রতিক্রিয়ায় এই প্রক্রিয়াটি চালু করা হয়েছিল স্বীকার করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও বাড়ানোর অসাধারণ সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (সিইপিএ) প্রেক্ষাপটে। শিগগিরই আলোচনা শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক জটিলতায় বিশ্বের দেশগুলো অর্থনৈতিকভাবে লড়াই করছে। ভারতীয় রুপিতে (আইএনআর) ভারত-বাংলাদেশ বাণিজ্যের শুরুটা জটিলতাগুলো হ্রাস করে বাণিজ্য প্রসারের নতুন পথ খুলে দেবে বলেও জোর দেন তিনি।
ভারত থেকে এই নতুন ব্যবস্থায় অংশগ্রহণের জন্য বর্তমানে মনোনীত ভারতীয় ব্যাংকগুলো হলো স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংক, আর বাংলাদেশের মনোনীত ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
আইএনআর-তে দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তির জন্য নির্ধারিত ভারতীয় ব্যাংকগুলোতে একটি বিশেষ রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট (এসআরভিএ) খোলার জন্য মনোনীত বাংলাদেশি ব্যাংকগুলোর প্রত্যেকটিকে অন্তর্ভুক্ত করে৷
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায় পৌঁছেছেন
আনুষ্ঠানিকভাবে আইএনআর-তে বাণিজ্য শুরুর জন্য তাদের ব্যাংকের মাধ্যমে প্রথম রপ্তানিকারক এবং আমদানিকারকদের মধ্যে একটি আনুষ্ঠানিক ‘লেটার অব ক্রেডিট, অর্থাৎ এলসি নথিপত্রের বিনিময়’ করা হয়েছিল।
বাংলাদেশ থেকে আইএনআর- তে ১৬ মিলিয়নের প্রথম রপ্তানি করেছিল বগুড়ার তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভারতে আইসিআইসিআই ব্যাংকে আমদানি এলসি খোলা হয়েছিল এবং বাংলাদেশের রপ্তানিকারকের ব্যাংক ছিল এসবিআই।
বাংলাদেশে আইএনআর- তে প্রথম ১২ মিলিয়নের আমদানি করে নিতা কোম্পানি লিমিটেড, ঢাকা। আমদানি এলসিটি বাংলাদেশের এসবিআই ঢাকা শাখায় খোলা হয়েছিল, যার এসবিআই রপ্তানিকারকের (টাটা মোটরস) মুম্বাইয়ের ব্যাংক সিএজি শাখায়।
আরও পড়ুন: আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের বৈঠক
১ বছর আগে
বাংলাদেশ-ভারত সংযোগকে ১৯৬৫ সালের আগের পর্যায়ে নিতে কাজ করছে সরকার: শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই অঞ্চলের পারস্পরিক সমৃদ্ধির জন্য বাংলাদেশ-ভারত সংযোগকে ১৯৬৫ সালের আগের পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে।
বুধবার ভারতের আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি রাস্তার নামকরণের জন্য অনুরোধ করেন এবং আগরতলায় একটি ‘শহীদ মিনার’ নির্মাণে তাঁর সহায়তা চান।
রাজ্যের মন্ত্রী সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে সাম্প্রতিক দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণের জন্য ঘর ও হৃদয় খুলে দেওয়ার জন্য তিনি ত্রিপুরার জনগণের প্রতি শ্রদ্ধা জানান।
উভয় বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: একদশকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তারা পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারত, বিশেষ করে ত্রিপুরার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগের জন্য ঘনিষ্ঠ সহযোগিতার প্রচারে সম্মত হন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী।
সাহা চলমান কানেক্টিভিটি উদ্যোগ, বিশেষ করে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান। তিনি বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।
বৈঠকে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার।
এর আগে, প্রতিমন্ত্রী আগরতলায় ত্রিপুরা স্টেট মিউজিয়াম (উজ্জয়ন্ত প্যালেস) পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ঢাকার উদ্দেশে আগরতলা ত্যাগ করেন শাহরিয়ার আলম।
আরও পড়ুন: ঢাকায় ভারতীয় হাই কমিশনে ইফতার অনুষ্ঠান
১ বছর আগে
কুড়িগ্রামের বালিয়ামারীতে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট চালু ডিসেম্বরে
দীর্ঘ বিরতির পর কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার অন্তর্গত বাংলাদেশ-ভারত সীমান্তের বালিয়ামারী সীমান্ত হাট ডিসেম্বরের প্রথম সপ্তাহে পুনরায় চালু হবে।
সোমবার বালিয়ামারী সীমান্ত হাট প্রাঙ্গণে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা প্রশাসক পর্যায়ের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
এসময় বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এবং ভারতের পক্ষে মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো হিলস আমপাতি জেলার ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রট শ্রী খারমাওফ্লাং প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ২০১১ সালের ২৩ জুলাই দুই প্রতিবেশী দেশের সীমান্ত হাট চালু করা হয়।
২০১১ সাল থেকে এটি মেঘালয় রাজ্যের কালাইচর ও কুড়িগ্রাম জেলার বালিয়ামারীতে ১০৭২ আন্তর্জাতিক পিলারের ১৯ নং সাব-পিলারের কাছে জিরো পয়েন্টে নির্ধারিত ছিল।
২০২০ সালের মার্চ মাসে স্থানীয় প্রশাসন কোভিড-১৯ মহামারির কারণে সীমান্ত হাটটি বন্ধ করে। ফলে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য কার্যক্রম আকস্মিকভাবে স্থগিত হওয়ার কারণে কয়েক শতাধিক লোক তাদের চাকরি হারায়।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সীমান্ত আরও ১৪ দিন বন্ধ থাকবে
বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন
২ বছর আগে
বাংলাদেশ-ভারত সম্পর্ক হৃদয়ের মাধ্যমে সংযুক্ত: দোরাইস্বামী
বাংলাদেশে বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘ট্রেন’ হিসেবে উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক হৃদয়ের মাধ্যমে সংযুক্ত।
গত দশকে দুই দেশ একসঙ্গে অনেক মহৎ কাজ করেছে যা উদযাপন করার মতো কিছু। কথাটি উল্লেখ করে তিনি বলেন, ‘এই ধারা অব্যাহত রাখতে হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের জনগণ আত্মা ও হৃদয়ে সম্পর্কযুক এবং তা রক্তের সম্পর্কের চেয়েও বেশি কিছু। আমরা সব সময় সে সম্পর্ক বিশ্বাস করি।’
দোরাইস্বামী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সব সময়ই চ্যালেঞ্জিং। তবে এটি এমন একটি সম্পর্ক যা সবচেয়ে মৌলিক নীতির ওপর প্রতিষ্ঠিত যা হৃদয়ের সংযোগ।
ভারতীয় এই কূটনীতিক বলেন, তারা বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে অনেক কথাই বলেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ‘আমরা তোমাদের আত্মীয় এবং তোমরা আমাদের আত্মীয়।’
তিনি বলেন, একে অপরের কাছ থেকে প্রত্যাশা অনেক সময় অবাস্তব হতে পারে।
হাইকমিশনার বাংলাদেশে তার বন্ধুদের আর্জি জানান, তারা যেন সব সময় গ্লাসের দিকে তাকিয়ে তা ‘অর্ধেক পূর্ণ’ হিসেবে দেখে ইতিবাচকভাবে নেয়।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই কিছু জিনিস আছে যা আমাদের একসঙ্গে করতে হবে, আরও অনেক কিছু আমরা করতে চাই এবং তা একসঙ্গে করা উচিত।’
আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে: দোরাইস্বামী
বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকের অবদানের কথা স্বীকার করে রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশ একসঙ্গে যা করেছে তা উদযাপন করা এবং বাংলাদেশ-ভারত অংশীদারিত্বের সাফল্য উদযাপন করা আমাদের কাজ। আমরা প্রত্যেকেই আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে অবদান রেখেছি।’
দোরাইস্বামী বলেন, একজনের জীবনে অনেক ধরনের সম্মান থাকে। তবে বাংলাদেশের মতো একটি দেশে সেবা করা, যে দেশটি ভারতের কাছে তাৎপর্য ও গুরুত্বপূর্ণ দেশ, সে সম্মান দ্বিগুণ করেছে।
বাংলাদেশি বন্ধুদের বিদায় জানাতে হাইকমিশনার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান ও সাবেক মন্ত্রী, বিরোধীদলীয় নেতা, ব্যবসায়ী নেতা, কূটনীতিক, সুশীল সমাজের সদস্য, শিল্পী ও জ্যৈষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার দোরাইস্বামী বাংলাদেশে তার ‘চিত্তাকর্ষক’ মেয়াদ শেষ করে ১৮ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করতে পারেন। তিনি যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন এবং শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: আগামী ৫০ বছরে দু’দেশকে অনেক কিছু করতে হবে: দোরাইস্বামী
শিগগিরই ঢাকায় আসছেন প্রণয় কুমার
বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রণয় কুমার ২১ সেপ্টেম্বর ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দেয়ার পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ।
প্রণয় ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন এবং হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু এবং ওয়াশিংটন ডিসিতে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৭ সালের জুন থেকে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি কূটনৈতিক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ভারতের পরমাণু শক্তি বিভাগে পরমাণু কূটনীতিক হিসেবেও কাজ করেন।
প্রণয় কুমারের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি রয়েছে। ভারতীয় ফরেন সার্ভিসে যোগদানের আগে তিনি ভারতের ইস্পাত উৎপাদনকারী কোম্পানি টাটা স্টিলে তার পেশা জীবন শুরু করেছিলেন। এছাড়াও তার যুক্তরাষ্ট্রের মিডলবেরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।
আরও পড়ুন: শিগগিরই ভারতের ইমিগ্রেশন খুলে দেয়া হবে: দোরাইস্বামী
২ বছর আগে