তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রথম আলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে লেখার কারণে সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, সংবাদপত্রটির প্রতিবেদনের বিরুদ্ধে দেশের সব মানুষের প্রতিবাদ প্রতিবাদ সত্ত্বেও, সংশ্লিষ্ট পত্রিকা ক্ষমা চায়নি; বরং আন্তর্জাতিক অঙ্গণে অপপ্রচার চালাচ্ছে।
আরও পড়ুন: সরকারকে টেনে নামানোর হুমকি এখন মানুষের কাছে কৌতুক: তথ্যমন্ত্রী
রবিবার (০২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ ও দেশের বাইরের কিছু মানুষ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে নিয়ে কটাক্ষ করে।
তিনি বলেন, কোনো কোনো সংবাদমাধ্যমে নেতিবাচক সংবাদকে গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রী প্রথম আলোর এই বিশেষ প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, শিশুটি মন্তব্য করেনি, তবে তার জন্য ১০ টাকা পেমেন্ট পেয়েছে।
তিনি বলেন, উক্তিটি যেমন দেশের স্বাধীনতাকে উপহাস করেছে এবং তেমনি সেই ছেলেটিকেও নিগ্রহ করা হয়েছে। কারণ সংবাদের পাশাপাশি তার ছবি প্রকাশিত হয়েছিল।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব গণমাধ্যমে প্রচার হচ্ছে, তবে এর জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরও বলেন, প্রতিবেদনটি জাতিসংঘের শিশু অধিকার সনদ লঙ্ঘন করেছে এবং দেশের স্বাধীনতাকে উপহাস করেছে।
আরও পড়ুন: অপরাধ-অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে না মেলানোর আহ্বান তথ্যমন্ত্রীর
ওয়ান ইলেভেনের কুশীলবরা ও বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী