প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে।
নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে তার দেশের পক্ষে প্রস্তাবটি পেশ করেন।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।
তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে মার্চ বা এপ্রিলে তাদের দেশে সফরের প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী সফরের জন্য এপ্রিল মাসকে পছন্দ করেছেন।
গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত জাপান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
আরও পড়ুন: সরকার উৎখাতে বিএনপির সঙ্গে ডান-বামরা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আগামী নির্বাচনকে সামনে রেখে নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক থাকুন: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা