দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে এর প্রতিশ্রুতি দেখিয়েছে। এবং তিনি ভারতের নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতিত্ব দিয়েছেন।
তিনি এই ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমি মনে করি এটি একটি চলমান প্রক্রিয়া এবং বাংলাদেশ তার প্রতিশ্রুতি দেখিয়েছে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে মাহফুজ আনাম এসব কথা বলেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেমিনারে কার্যত দুইদেশের মধ্যে ক্রমবর্ধমান ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন।
জাতীয় প্রেসক্লাব এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে।
আরও পড়ুন: শান্তি বিনির্মাণ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিরাপত্তা পরিষদকে ব্রিফ করলেন রাষ্ট্রদূত মুহিত
ডেইলি স্টার সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির কথা স্বীকার করেন।
তিস্তার পানি বণ্টন চুক্তি দীর্ঘকাল ধরে অমীমাংসিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামগ্রিকভাবে পানি বণ্টনের বিষয়টি একটি বড় সমস্যা।
তিনি পানির ন্যায্য বণ্টনের ওপরও জোর দেন।
তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা ও এর সম্ভাবনা নিয়ে কথা বলেন।
মাহফুজ বলেন, সম্পর্ক ‘উইন-উইন’ অবস্থার ভিত্তিতে হওয়া উচিত।
আরও পড়ুন: সম্পাদক পরিষদের নতুন কমিটি: মাহফুজ আনাম সভাপতি, দেওয়ান হানিফ সাধারণ সম্পাদক
তিনি বলেন, শাসনভিত্তিক সম্পর্ক ছাড়াও জনগণভিত্তিক সম্পর্ক টেকসই হতে পারে।
সেমিনারে আরও বক্তব্য দেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের (আইজেইউ) সভাপতি গীতার্থ পাঠক, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সোহেল হায়দার চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য জনগণ ও ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: খাদ্য-জ্বালানি নিরাপত্তার বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী