এ বিষয়ে দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর হাকিম মো. সরাফুজ্জামান আনসারী এ আদেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা সুমন কুমার দাস মামলায় অভিযুক্তদের মধ্যে পলাতক ৭৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করতে আদালতে আবেদন জানান।
পরোয়ানা প্রতিপালন বিষয়ে ৩০ জুলাই প্রতিবেদন দিতে শাহবাগ থানাকে নির্দেশ দিয়েছে আদালত।
ঢাবিসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং বিসিএস, ব্যাংক ও বিভিন্ন সংস্থার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে ২৩ জুন অভিযোগপত্র জমা দেয় সিআইডি।
অভিযুক্তদের মধ্যে ৭৮ জন পলাতক এবং বাকি ৪৭ জন জামিনে আছেন।
মামলার তদন্তে দেখা যায়, প্রশ্নফাঁস চক্রের সদস্যরা পরীক্ষা শুরুর আগে ছাপাখানা থেকে প্রশ্ন সংগ্রহ করতেন। পরে চক্রের অন্য সদস্যরা পরীক্ষার কয়েক মিনিট আগে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহ করতেন।