ফরিদপুরে একটি বাড়িতে নকল মদ তৈরির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সেখান থেকে মদ তৈরি কাজে ব্যবহৃত রেক্টিফাইড স্পিরিট, পানি, রং ও এসেন্সসহ উপকরণ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- রঘুনন্দনপুর পট্টাদারকান্দির আবুল হোসেন আবুল (৫০), মাহমুদপুর পূর্ব মল্লিক ডাঙ্গী এলাকার হাফিজুল ইসলাম পাঁচু (৪৬) ও সদর উপজেলার সদরদী এলাকার আতিয়ার সেক (৩৬)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অগ্নেয়াস্ত্র গুলি ও মদ উদ্ধার
গ্রেপ্তারদের মধ্যে আবুল এ চক্রের মূলহোতা এবং পাঁচু ও আতিয়ার সহযোগী হিসেবে কাজ করেন বলে দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।
শনিবার (৫ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর সদরের মুন্সীবাজার বাইপাস এলাকা থেকে ভেজাল মদ তৈরি চক্রের মূলহোতা আবুল ও তার সহযোগী পাচুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল মদ জব্দ করা হয়। অতঃপর আবুলের দেওয়া তথ্য মতে, ওই রাতে অভিযান চালানো হয় জেলা সদরের সদরদী গ্রামের আতিয়ারের বাড়িতে। সেখান থেকে ৩ লিটার নকল মদ জব্দসহ আতিয়ার সেককে গ্রেপ্তার করা হয়। এসময় মদ তৈরির ৩১ লিটার রেক্টিফাইড স্পিরিট, ১০০টি বিভিন্ন ব্যান্ডের বোতলের সিপি, কাপসহ আনুসাঙ্গিক উপকরণ জব্দসহ আতিয়ারকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: কামাল নাসের, নজরুল ইসলাম মজুমদার ও মেসবাহ উদ্দিন গ্রেপ্তার