ফরিদপুর শহরের হেলিপ্যাড মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ৩০০ লিটার সয়াবিন তৈল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই দোকানিকে অবৈধভাবে তেল মজুতের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হেলিপ্যাড মাকের্টের মফিজ স্টোর ও আসাদ স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছে আগের দামের বিভিন্ন কোম্পানির প্রায় ৩০০ লিটার সায়াবিন তেল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ৮ ভোজ্যতেল শোধনাগারের বিরুদ্ধে বিসিসির মামলা
তিনি বলেন, উদ্ধার করা তেল উপস্থিত ক্রেতাদের মধ্যে আগের দামে বিক্রি করা হয়। এছাড়া অবৈধভাবে তেল মজুতের দায়ে মফিজ স্টোরকে ৪০ হাজার এবং আসাদ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই কর্মকর্তা জানান, দোকান দুটি ১০ দিন বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।