ফায়ার সার্ভিস কর্মীদের আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার মিরপুর ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ইতোমধ্যে গজারিয়ায় ১০০.৯২ একর জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ফায়ার সার্ভিসের এক হাজার সদস্য একাডেমিতে প্রশিক্ষণ পাবেন।
আরও পড়ুন: জেল হত্যার রায় কার্যকরে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান বলেন, সরকার ফায়ার সার্ভিসের এক হাজার ১৬৯ সদস্যকে প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠিয়েছে এবং নতুন একাডেমি চালু হলে আমরা এখানে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিতে পারব।
তিনি বলেন, বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ তলা ভবনে উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা রয়েছে এবং সরকার উন্নত দেশের মতো ফায়ার সার্ভিসের সক্ষমতা জোরদার করার চেষ্টা করছে।
এ ছাড়া অ্যাম্বুলেন্সের সংখ্যা ৬৩টি থেকে বাড়িয়ে ১৯০টি করা হয়েছে এবং সব ফায়ার সার্ভিস স্টেশনে অ্যাম্বুলেন্স দেয়ার ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন: সুন্দরবনে আর দস্যুতা করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, সরকার আগুন নেভানোর জন্য ও রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং ইউনিট এবং ড্রোনের মতো উদ্ধার অভিযান পরিচালনার জন্য কিছু সরঞ্জামও সংগ্রহ করেছে যা উন্নত দেশগুলিতে ব্যবহৃত হয়।
প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
সারাদেশে প্রায় ৪৫৬টি ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে এবং আগামী অর্থবছরের মধ্যে আরও ১০৯টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে বলে জানান আসাদুজ্জামান।
এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম শিল্পাঞ্চল ও রূপপুর পাওয়ার প্লান্ট এলাকায় ১১টি আধুনিক ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলছে।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত সবাই চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী
ফায়ার সার্ভিসের জনবল নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে ১৩ হাজার ৪০০ জন সদস্য কাজ করছেন এবং এর জনবল ২৫ হাজারে উন্নীত করার জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।