আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে রবিবার পর্দা নামছে ফিফা ফুটবল বিশ্বকাপের। ফাইনাল ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আর উত্তেজনার শেষ নেই।
এ অবস্থায় সমর্থকরা যেন কোনো ধরনের সংঘাতে না জড়ায়, সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার আ’লীগের নির্বাচনী অফিসে হামলা, যুবলীগ নেতা গুলিবিদ্ধ
একইসঙ্গে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অতিরিক্ত ১৪টি টিম কাজ করবে।
রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যেহেতু ফাইনালে ব্রাজিল নেই, তাই এখন আর্জেন্টিনার সমর্থক বেশি। তাই ফাইনাল খেলাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সমর্থকেরা খেলার আগে ও পরে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, তাই জেলা শহরে সাতটিসহ মোট ১৪টি পুলিশের অতিরিক্ত দল মাঠে কাজ করবে।
পাশাপাশি নিয়মিত টহল দলও কাজ করবে।
তিনি জানান, জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটে।
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নিহত