আহত নুরধন ভূঁইয়া (৪৩) ওই এলাকার নাজির উদ্দিন ভূঁইয়ার ছেলে ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
এ ঘটনায় শনিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ছতরপুর খেলার মাঠে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়ার সমর্থনে বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী পরামর্শ সভা করছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে অফিসের সামনে নেমেই অফিসে ভাঙচুর করে এবং কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে নুরধন পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে নেতাকর্মীরা আহত নুরধনকে হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের লোকজন আমাকে নৌকার প্রচারণা বন্ধ করতে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তার পক্ষে প্রচারণা চালাতে বলছিল আমি তাতে রাজি না হওয়ায় নৌকার ভোটারদের মাঝে ভীতি তৈরি করতে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি শনিবার সকালে মামলা দায়ের করেছি।’
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নুমান জানান, বিষ্ণপুর ইউনিয়নে নির্বাচনী সভা চলার সময় কয়েকজন মুখোশধারী মোটরসাইকেল নিয়ে অফিসে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে ও চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালালে অফিসের পাশে ফ্লেক্সির দোকানের সামনের নুরধন পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন। খবর পেয়ে পুলিশ, এসিল্যন্ড এবিএম মশিউজ্জামান ও সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।