ফেনীর সোনাগাজীর জমাদ্দার বাজারে নিজের গয়নার দোকানে ডাকাতদের হামলায় আহত দোকান মালিক মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ২টায় চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম অর্জুন চন্দ্র ভাদুড়ি (৫০)। তিনি ওই উপজেলার জমাদ্দার বাজারের একজন গয়নার ব্যবসায়ী।
প্রসঙ্গত, রবিবার (৩০ অক্টোবর) ফেনীর সোনাগাজীর জমাদ্দার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে অজ্ঞাত ডাকাত দল কুপিয়ে গুরতর জখম করেন। ডাকাতদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত অর্জুন চন্দ্র ভাদুড়িকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় জটিল অপরারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে টানা ১১ দিন তিনি চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অর্জুন ভাদুড়ির ভাতিজা মানিক ভাদুড়ি জানায়, আইসিইউতে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে শারিরিক জটিলতা বেড়ে যায়। শুক্রবার বিকালে কিডনি ডায়ালেসিস করার পর তার শারিরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে রাত ২টার দিকে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, দুটি মোটরসাইকেলে হেলমেট পরা ছয়জন সশস্ত্র ডাকাত ছিল।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, দুই মোটরসাইকেলে করে একদল সশস্ত্র ডাকাত জমাদ্দার বাজারে অর্জুন চন্দ্রের গয়নার দোকানে প্রবেশ করে। তারা মালিককে ছুরিকাঘাত করে এবং একটি বোমা ফাটিয়ে অর্জুনকে গুরুতর আহত করার পর ৫০ লাখ টাকার সোনার অলংকার নিয়ে যায়।
ওসি বলেন, এ ঘটনায় তদন্ত কাজ চলছে।
জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলেও জনান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৯