কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করছিলেন।
এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জানালার গ্রিল ভেঙে তাকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (১১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই ব্যবসায়ীর মৃত্যু
আত্মহত্যার চেষ্টা করা বাবুল সিদ্দিকী (৪২) চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মোবাইল মেকানিক।
পুলিশ জানায়, রবিবার রাতে বাবুল সিদ্দিকী ফেসবুক লাইভে এসে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
এছাড়া বাবুল এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান স্বজনরা।
তার পরিবারের লোকজন জানায়, রবিবার তিনি তার পরিবারের অজান্তে সাতটি ঘুমের ওষুধ সেবন করেন।
পরবর্তী ঘটনাস্থলে চিলমারী মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান উপস্থিত হয়ে বাবুলের পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করেন এবং আত্মহত্যা থেকে বিরত থাকার কাউন্সিলিং করান।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান বলেন, বাবুল সিদ্দিকী নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করবেন বলে বিভিন্ন কথা বলতে থাকেন।
৯৯৯ লাইনে খবর পেয়ে তাৎক্ষণিক ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ইউএনএইচসিআর অফিসের সামনে রোহিঙ্গা যুবকের আত্মহত্যার চেষ্টা
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, মা ও শিশু গুরুতর আহত