যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারী রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে ফেরত দেয়ার বিষয়টি দ্রুত ফয়সালা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী বলেন, আমার পক্ষ থেকে আমি ওনাকে পরিষ্কার বলেছি, আমার একটা দাবি আছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারী এবং আদালতের সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি রাশেদ চৌধুরী সেদেশে পালিয়ে আছে। তাকে ফেরত দিতে হবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরত দিতে কানাডাকে আবারও অনুরোধ ঢাকার
রাষ্ট্রদূত পিটার হাসের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, তিনি বলেছেন এটা তো একটা বার্নিং ইস্যু, এই ইস্যুগুলো তড়িৎ ফয়সালা করা উচিত। এই বিষয়টিতে আমাদের সম্পর্কে নেতিবাচক ছায়া পড়ুক সেটা তিনি চান না। আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সে অনুযায়ী কাজ করব।
মানব পাচার ও সাইবার ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবিদের প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘আরেকটা বিষয় আলোচনার মধ্যে ছিল তা হলো, প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের দায়ের করা একটি মামলা, যেটা আদালতে বিচারাধীন। সেই বিষয়ে বলেছি, আদালত স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। এ মামলায় প্রসিকিউশনের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে সেটা আমরা দেখবো।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর খুনি রাশেদকে ফিরিয়ে দেয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের