সোমবার সকালে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মামলাগুলো দায়ের করেন।
মামলার অন্য দুই আসামি হলেন- খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর সব ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ
গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন সৈয়দ ফয়জুল করিম ও মামুনুল হক।
কুষ্টিয়ায় ভাঙচুর করা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য
রাজধানীতে জাতির পিতার একটি ভাস্কর্য স্থাপন করা নিয়ে সম্প্রতি প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছে।
চলমান এই পরিস্থিতির মধ্যেই শনিবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার ঘটনায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের চরম মূল্য দিতে হবে: আ’ লীগ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ওই ঘটনায় দুই মাদরাসা শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার মহিউদ্দিন জানান, ফয়জুল করিম ও মামুনুল হকের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে গ্রেপ্তারকৃতরা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালায়।