কোভিড-১৯ মহামারির কারণে জাতীয় ঈদগাহে আজকের ঈদের জামাত বাতিল করা হয়।
সকাল সাড়ে ৮টায় বঙ্গভবনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ইমামতি করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে জানিয়েছেন।
নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং দেশের মানুষ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সাথে কোভিড-১৯-এ মারা যাওয়াদের রুহের মাগফিরাত এবং অসুস্থদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী শহীদ এবং মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গকারীদের রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
নামাজ ও দোয়া শেষে রাষ্ট্রপতি হামিদ তার সরকারি বাসভবনে পরিবারের সদস্যদের সাথে সময় কাটান।
করোনাভাইরাসের কারণে এ বছর বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হচ্ছে না।