বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলারচরের বিভিন্ন এলাকায় ১৮ মাছ ধরা ট্রলার ডুবিতে নিখোঁজ সাত জেলের পরিবারকে অর্থ সহায়তা দেয়া হয়েছে।
ট্রলার ডুবিতে নিহতের প্রত্যেক পরিবারকে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয়া হচ্ছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি: নিখোঁজ আরেক জেলের লাশ উদ্ধার
এব্যাপারে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে বাগেরহাটর যে কয়জন জেলে মারা গেছে তাদের প্রত্যেক পরিবারক ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহীদের এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। অপর নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রতিদিন উদ্ধার অভিযান চলছে।
এদিকে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামে নিখোঁজ জেলেদের পরিবারে শোকের মাতম
আরও পড়ুন: বাগেরহাটে প্রতিদিন ১২ হাজারের বেশি ভ্যাকসিন দেয়া হচ্ছে
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলারচরের বিভিন্ন এলাকায় মৌসুমে ঝড়ের তাণ্ডবে দেড় শতাধিক জেলেকে নিয়ে ১৮টি মাছ ধরা ট্রলার ডুবে যায়। প্রায় দেড়শত জেলে সাঁতরিয়ে এবং অন্য ট্রলারের সাহায্যে তীরে উঠতে সক্ষম হলেও কমপক্ষে ১৪ জেলে নিখোঁজ হন।