মৌসুমী নিম্নচাপের কারণে প্রবল স্রোতের কারণে বঙ্গোপসাগরে দুটি ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে কোস্টগার্ড। এছাড়া ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ জেলেদরে মধ্যে মো. রাসেল (৩৫), মো. মন্নান (৩৬), নজরুল (৪০), আবদুল রহমান (৩৭), তসলিম (৩০), মো. ইসমাইল (৪০), জুয়েল (৩২) এর নাম জানা গেছে।
মঙ্গলবার বিকালে পটুয়াখালী জেলার পায়রা বন্দরের কাছে দক্ষিণ বঙ্গোপসাগরে ভোলার চরফ্যাশন উপজেলার ধলচর ইউনিয়নের ‘কালাম মাঝি’ ও ‘ইউসুফ মাঝি’ নামের দুটি ট্রলার ডুবে গেছে বলে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানিয়েছেন।
তিনি জানান, এদিন বিকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ১৩ জেলে নিয়ে ইউসুফ মাঝির মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়। ইউসুফ মাঝিসহ পাঁচ জেলেকে উদ্ধার করা হলেও আটজন নিখোঁজ হয়েছেন।
ধলচরের জেলে আবুল হোসেন জানান, সকালে ধলচরের কাছে উপসাগরে আট জেলে নিয়ে কালাম মাঝির মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। তবে এই ট্রলারের সকল জেলেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা পটুয়াখালীর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ট্রলারে থাকা জেলেরা সকলেই চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ
কোস্টগার্ডের ছয়টি দল তাদের দুটি জাহাজ নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান কেএম শফিউল।
উপকূলীয় উড়িষ্যা এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে পঞ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ভারতের ছত্তিশগড় এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিসের এক বিশেষ বুলেটিনে বলা হয়, নিম্নচাপটি এখন ছত্তিশগড় ও ভারতের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপঞ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবলভাবে সক্রিয় রয়েছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্যে বিরাজ করছে।
বুলেটিনে বলা হয়েছে, ঝড়ো আবহাওয়া সামুদ্রিক বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় প্রভাব ফেলতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।