অর্থমন্ত্রী বলেন, গত বছর লন্ডন স্টক এক্সচেঞ্জে ২০ মিলিয়ন ডলার সমমূল্যের বন্ড জারি করতে আইএফসির সহায়তা এবং সহযোগিতায় বিশ্বে প্রথমবারের মতো প্রাথমিক ভিত্তিতে ৮০ কোটি ৭০ লাখ টাকা (৯.৫ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ বাংলাদেশি ‘টাকা বন্ড’ চালু করা হয়েছিল, যা আগামী এক বছরে প্রায় ৮৫ বিলিয়ন টাকা (এক বিলিয়ন মার্কিন ডলার) মূল্যমানের বন্ডে উন্নীত করার অভিপ্রায় ব্যক্ত করেছিল আইএফসি।
বাংলাদেশের জন্য একে যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করে অর্থমন্ত্রী বলেন, ‘এটি আন্তর্জাতিক বাজারে জারি করা প্রথম বাংলাদেশি টাকা বন্ড। পরবর্তীতে করোনার কারণে কিছুটা স্তিমিত হয়ে গেলেও আশা করা যায় এখন আবার আইএফসি এ খাতটি সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভা-২০২০-এর অংশ হিসেবে অর্থমন্ত্রী মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ও আইএফসির চিফ অপারেটিং অফিসার স্টিফানি ফন ফ্রিডবার্গের নেতৃত্বে আইএফসি প্রতিনিধি দলের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জন্য সহযোগিতা বাড়াতে আইএফসিকে বিশেষত মহামারি আক্রান্ত হওয়া বেসরকারি খাতকে প্রণোদিত করার আহ্বান জানান মন্ত্রী।
আইএফসিকে সুদের হার হ্রাস করার অনুরোধ জানিয়ে মন্ত্রী বাংলাদেশের ফিক্সড ইনকাম সিকিউরিটিজ বিশেষ করে বন্ড মার্কেট উন্নয়নের জন্য আইএফসির সহযোগিতা প্রত্যাশা করেন।
জবাবে বাংলাদেশের বিষয়গুলো অবশ্যই ইতিবাচকভাবে দেখা হবে বলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন আশ্বস্ত করেছে।
সভার শুরুতে অর্থমন্ত্রী বাংলাদেশের বেসরকারি খাতে অব্যাহত সহযোগিতার মাধ্যমে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আইএফসির অবদানের প্রশংসা করেন।
অর্থমন্ত্রী বলেন, কোভিড-১৯ নির্বিচারে বিশ্ব অর্থনীতি ও মানবজীবন হুমকির সম্মুখীন করেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে এসডিজি এবং ২০৪১ সালের মধ্যে একটি উচ্চ আয়ের দেশ অর্জনের প্রত্যাশায় আত্মবিশ্বাসী।