বরগুনা সদরের ঢলুয়া এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন আলোকচিত্র সাংবাদিক। পরে আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় তাদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়। এদিকে হামলার ওই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ঢলুয়া সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন-ডিবিসি টেলিভিশনের ক্যামেরাম্যান আরিফুল ইসলাম রুবেল (২৪), এটিএন বাংলা ও এটিএন নিউজের ক্যামেরাম্যান শাহজালাল (২২) ও মোহনা টেলিভিশনের ক্যামেরাম্যান মো. সুজন (২৩)।
এসময় ঘটনাস্থলের অদূরে অবস্থান করায় হামলার হাত থেকে বেঁচে যান ডিবিসির প্রতিবেদক মালেক মিঠু।
আহত ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে যান ডিবিসির প্রতিবেদক মালেক মিঠুসহ ওই সাংবাদিকরা। পরে রিপোর্টের জন্য ছবি নিয়ে ফেরার পথে স্কুলের ভেতর থেকে কয়েকজন লোক তেড়ে এসে তাদের ওপর চড়াও হন। এসময় পিছন পিছন আরও লোক এসে হামলা করে।
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির র্যালি ‘মিডিয়া কার্ডে’ খালেদা-তারেকের ছবি ব্যবহারে সাংবাদিকদের সমালোচনা