রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শান্ত চত্বরে দুপুর ১২টায় প্রগতিশীল ছাত্রজোট, দুপুর ১টায় গোপালগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীরা এবং দুপুর দেড়টায় বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিচার দাবি করেন। উপাচার্যের নানা অপকর্ম উল্লেখ করে তার অপসারণের দাবি জানান তারা।
এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন বলেন, ‘যে উপাচার্য প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না তাকে বশেমুরবিপ্রবির উপাচার্য বানানো হয়েছে। আমরা তার অপসারণ দাবি করছি। এছাড়াও বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।’
জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি প্রসেনজিৎ সরকার বলেন, বশেমুরবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে হামলা খুবই ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এর সুষ্ঠু বিচার দাবি করছি। শিক্ষার্থীদের গালিগালাজ করা এবং সামান্য ফেসবুক স্ট্যাটাসের জন্য শিক্ষার্থীদের বহিষ্কার করা উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা তার অবিলম্বে পদত্যাগ চাই।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোপালগঞ্জ জেলার এক সাধারণ শিক্ষার্থী বলেন, ‘উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, শনিবার বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আতর্কিত হামলা চালায় বহিরাগতরা। শিক্ষার্থীদের দাবি, হামলায় অংশ নেয়ারা উপাচার্যের পেটুয়া বাহিনী।
বশেমুরবিপ্রবি প্রশাসনের তুচ্ছ কারণে বহিষ্কার এবং উপাচার্যের স্বৈরাচারী আচরণ, দুর্নীতি, শিক্ষার্থীদের গালিগালাজ ইত্যাদি কারণে উপাচার্যের অপসারণ চেয়ে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।