জাপানে তৈরি অ্যাস্ট্রাজেনেকা টিকার সাত লাখ চার হাজার ১০ ডোজের একটি চালান আগামী ২১ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ১৫ ডিসেম্বর জাপান বাংলাদেশকে সাত লাখ ৮৮ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয়।
শুক্রবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আমরা আগামী সপ্তাহে আরও সাত লাখ চার হাজার ১০ ডোজ করোনা টিকা দেয়ার পরিকল্পনা করেছি। ফলে এক সপ্তাহের মধ্যে জাপান বাংলাদেশকে প্রায় ১৫ লাখ ডোজ করোনা টিকা উপহার দিলো।
রাষ্ট্রদূত আরও বলেন, এটি সম্পূর্ণরূপে বাংলাদেশি জনগণের স্বার্থে দেয়া। তিনি আশা প্রকাশ করেন যে এই টিকা সহায়তা করোনার বিস্তার রোধে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে।
আরও পড়ুন: বাংলাদেশকে ৪০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা দিল যুক্তরাজ্য
ইতো নাওকি বলেন, জাপান আশা প্রকাশ করে যে, বাংলাদেশে নিরাপদ ও কার্যকর টিকার ন্যায্য, ন্যায়সঙ্গত এবং ব্যাপক প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। আমি আবারও বলতে চাই যে করোনার বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং করোনা প্রতিরোধে একসঙ্গে কাজ করবে।
উল্লেখ্য, কোভ্যাক্স সুবিধার আওতায় গত জুলাই ও আগস্ট মাসে জাপান সরকার বাংলাদেশকে ৩০ লাখেরও বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করেছে।
আরও পড়ুন: কোভ্যাক্সের আওতায় ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলো বাংলাদেশ