প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে অগ্রযাত্রা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সকল কাজে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তা চালিয়ে যেতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে বাংলাদেশ আর কখনও পিঁছিয়ে পড়বে না।’
সোমবার পটুয়াখালীর পায়রায় এক হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে দেশ সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: পায়রা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন
তিনি বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছিলেন এবং সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। আমরা সেই সোনার বাংলা গড়ব, এটাই আমাদের প্রতিশ্রুতি ও এটাই আমাদের লক্ষ্য।
এ প্রসঙ্গে শেখ হাসিনা সবাইকে চাষাবাদের এক ইঞ্চি জমিও ছাড় না দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যেককে তাদের নিজ নিজ জমিতে ফসল উৎপাদন করতে হবে।
এ সময় সবাইকে কৃষকদের পাশে থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মহামারির সময়ে ধান কাটায় সহযোগিতার জন্য তিনি দলের নেতা-কর্মী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্যদের ধন্যবাদ জানান।
তিনি প্ল্যান্টের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের উন্নয়নের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান না দেয়া মানে স্বাধীনতার আদর্শকে অবিশ্বাস করা: প্রধানমন্ত্রী