করোনা মহামারি জনিত মন্দা থেকে টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সরকারি এক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশকে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) মার্কিন ডলার ঋণ দেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।
ভার্চুয়াল মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এআইআইবি ভাইস প্রেসিডেন্ট (অঞ্চল-১) ডিজে পান্ডিয়ান এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।
বাংলাদেশের অর্থনীতিকে মহামারির ধাক্কা থেকে পুনরুদ্ধার করার লক্ষ্যে নীতি সংস্কার করতে অর্থ বিভাগ এ কর্মসূচি গ্রহণ করেছে।
ফাতিমা বলেন, এই কর্মসূচির আওতায় সরকারি অর্থ ব্যবস্থাপনা (পিএফএম) পদ্ধতি সংস্কার ও জোরদার এবং অর্থনৈতিক সম্পদ সম্প্রসারণ করে ব্যয় হ্রাস ও যৌক্তিক করতে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যও রয়েছে বলে জানান তিনি।
তিন বছর অতিরিক্তসহ এ ঋণ পরিশোধের সময় ২০ বছর।
আরও পড়ুন: করোনায় ক্ষতিগ্রস্ত খাতে ২০ কোটি ডলার ঋণ দিবে আইডিএ