করোনার কারণে বাংলাদেশসহ ছয় দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাপান। গতকাল সোমবার, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে জাপান সরকারের এ প্রত্যাহারের ঘোষণা কার্যকর হয়েছে।
হালনাগাদ কোভিড-১৯ প্রতিরোধমূলক নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ থেকে জাপানে প্রত্যাবর্তনকারীদের নীতিগতভাবে 'বিশেষ ব্যতিক্রমী পরিস্থিতি'র আওতায় পুনঃপ্রবেশ করতে দেয়া হবে।
আরও পড়ুন: আনভীরের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনের ওপর শুনানি ১০ অক্টোবর
যাদের পুনঃপ্রবেশ অনুমতির মেয়াদ আছে, তারা সরাসরি জাপানে প্রবেশ করতে পারবেন। তবে পুনঃপ্রবেশ অনুমতি মেয়াদোর্ত্তীণ হয়ে গেলে ঢাকাস্থ জাপান দূতাবাসের সাথে যোগাযোগ করা যেতে পারে।
এছাড়া, নতুন নীতিমালায় জাপানে প্রবেশের পর সরকার নির্ধারিত স্থানে কোয়ারান্টাইনের সময়কাল ছয় দিন থেকে কমিয়ে তিনদিন করা হয়েছে। তৃতীয় দিনে সম্পাদিত পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে ১৪ দিনের কোয়ারান্টাইনের অবশিষ্ট সময়কালে নিজ বাসস্থানে অথবা সরকার নির্ধারিত স্থানে অবস্থান করতে পারবেন।