মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস দূতাবাসে 'আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪' উদযাপন অনুষ্ঠানে প্রথমবারের মতো চার প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীকে 'অ্যাম্বাসেডরস ট্রাভেল গ্রান্ট' দিয়েছে।
রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন নতুন প্রজন্মকে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে অবহিত করা এবং দু'দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই অনুদান কর্মসূচির উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় বাংলাদেশ দূতাবাস মিয়ানমারে বা বাংলাদেশে তাদের শিক্ষা/গবেষণা কাজের সঙ্গে সম্পর্কিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ভ্রমণ ব্যয় বহন করবে।
আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে ২০২৫ সালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
'আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪' উপলক্ষে মিয়ানমারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস এক সভার আয়োজন করে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ও স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া, প্রবাসীদের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং অনুদানপ্রাপ্তদের অনুভূতি ব্যক্ত করার পর্বও ছিল।
রাষ্ট্রদূত মনোয়ার হোসেন মহান মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: তরুণ জনশক্তিকে দক্ষ করতে দৃষ্টিভঙ্গি-নৈতিকতার ওপর গুরুত্বারোপের আহ্বান ড. ইউনূসের