বাংলাদেশকে ‘সবুজ’ তালিকার দেশ হিসেবে বিবেচনা করে করোনার বিধিনিষেধ তুলে নিয়েছে ফ্রান্স।
বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ফরাসি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সবুজ তালিকায় থাকা বাংলাদেশের মতো দেশ থেকে ফ্রান্সে আগমনের ব্যবস্থা (পরীক্ষা, আইসোলেশন) তুলে নেয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের ঐতিহাসিক মুহূর্ত স্মরণ
ফরাসি সরকাররে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে ভ্রমণ করা যাত্রী যারা করোনার ফাইজার, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা এবং জনসন ও জনসনের টিকা নিয়েছে তাদের দেশটিতে যেতে এবং সেখান থেকে যাত্রা করতে করোনার পরীক্ষা করাতে হবে না।
বাংলাদেশ থেকে ফ্রান্সে যেতে সম্পূর্ণ টিকা নেয়ার প্রমাণই যথেষ্ট।
তবে করোনার টিকা নেয়নি এমন যাত্রীদের বাংলাদেশ থেকে ফ্রান্সে যেতে করোনার আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দেখানো লাগবে।
আরও পড়ুন: বাংলাদেশকে ২ কোটি ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিল ফ্রান্স