জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বেলজিয়ামের প্রবক্তা কুইন ম্যাথিল্ডে জলবায়ু-ঝুঁকিপূর্ণ খুলনা জেলা সফর শেষে তিনদিনের বাংলাদেশ সফর শেষ করেছেন।
বুধবার তার সফরকালে জলবায়ু, কর্ম, লিঙ্গ সমতা, শালীন কাজ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, দায়িত্বশীল ব্যবহার ও উৎপাদন, মানসম্পন্ন শিক্ষাসহ বেশ কয়েকটি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করে জাতিসংঘের এমন প্রকল্পভিত্তিক কাজগুলো দেখেন তিনি।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় তার সফরটি তুলে ধরে জানায় যে বাংলাদেশের জনগণই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
কোভিড-১৯ মহামারিতে সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং গত বছরের জুন মাসে দেশে আঘাত হানা বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে, এই সফর সম্প্রদায়ের সহনশীলতা তৈরিতে এবং কাউকে পিছিয়ে না রাখার ক্ষেত্রে এসডিজি’র গুরুত্বের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করেছে।
বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এক বিবৃতিতে রানীর সফরের প্রশংসায় উল্লেখ করেছেন: ‘এসডিজির দিকে অগ্রগতি ত্বরান্বিত করতে আবারও গুরুত্বারোপ করা দরকার।’
তিনি আরও বলেন, জাতিসংঘ এবং আমাদের অংশীদাররা ২০৩০ সালের মধ্যে এসডিজিতে পৌঁছাতে বাংলাদেশকে সহায়তা করতে কোনো অতিরিক্ত চেষ্টা করবেন না।
রানী নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বাংলাদেশে তার সফর শুরু করেন। যেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সমান অধিকার অর্জনের জন্য মহিলাদের সঙ্গে কাজ করছে। তারপর যেসকল শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়েছে তাদের জন্য ঢাকায় ইউনিসেফের সক্ষমতা-ভিত্তিক ত্বরিত শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যা শিশুদের সাহায্য করছে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তুরস্ক যাচ্ছে
বাংলাদেশে তিন দিনের সফর সূচির শেষ দিনে বেলজিয়ামের রানী সুতারখালী ইউনিয়নে একটি পানি শোধনাগার সুবিধা পরিদর্শন করেন। এটি এমন একটি এলাকা যা ঘন ঘন বন্যা, ঘূর্ণিঝড় এবং লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জল শোধনাগারটি এলাকার ৪০০ পরিবারের প্রায় এক হাজার ৬০০ জনকে বিশুদ্ধ পানি সরবরাহ করে এবং স্থানীয় সরকার উদ্যোগে (এলওজিআইসি) ২০২০ সালে জলবায়ু পরিবর্তন প্রকল্পের অধীনে স্থাপন করা হয়।
তারপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং স্থানীয় সম্প্রদায়গুলো কীভাবে খাপ খাইয়ে নিচ্ছে তা দেখতে রানী নৌকায় চড়ে ঝুলন্ত পাড়ায় যান।
সুরখালী ও শিবসা নদীর তীরে অবস্থিত ঝুলন্ত পাড়া প্রতিবছর বন্যা ও ঘূর্ণিঝড়ের পাশাপাশি নদী ভাঙনের কবলে পড়ছে।
সফরকালে রানী রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রম দেখতে কক্সবাজারেও যান।
তিনি রোহিঙ্গা নারী, পুরুষ ও যুবক এবং শিবিরে কর্মরত স্বেচ্ছাসেবকদের সঙ্গে দেখা করেন। ইউএনএইচসিআর, জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং এর অংশীদারদের পরিচালিত বিভিন্ন সুবিধাও পরিদর্শন করেন।
আরও পড়ুন: কিশোর রাতুলকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে: শাহরিয়ার আলম