জাপান বলেছে, বাংলাদেশে নিরাপদ ও কার্যকর টিকার ‘ন্যায্য ও ব্যাপক’ প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। বুধবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন,‘আমি আবারও বলতে চাই, জাপান করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে এবং করোনা প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে।
বুধবার ঢাকাস্থ জাপান দূতাবাস জানিয়েছে, ১৪ ডিসেম্বর পর্যন্ত জাপান বাংলাদেশকে প্রায় ১৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে। এরপর মঙ্গলবার জাপান বাংলাদেশকে আরও সাত লাখ চার হাজার ১০ ডোজ টিকা দিয়েছে।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় জুলাই ও আগস্ট মাসে জাপান সরকার বাংলাদেশকে ৩০ লাখেরও বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করে। সে সময় জরুরি প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ দীর্ঘদিন অ্যাস্ট্রাজেনেকা টিকার অপেক্ষায় ছিল।
এখনও বাংলাদেশি নাগরিকদের অনেকের টিকা প্রয়োজন; এই বিষয়টি বিবেচনা করে এবং জাপান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে, জাপান সরকার বাংলাদেশের জনগণকে আরও ১৫ লাখ ডোজ টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: কানাডা থেকে এলো ২২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা
বাংলাদেশকে আরও ৭ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান
কোভ্যাক্সের আওতায় ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলো বাংলাদেশ