বাংলাদেশ সরকার একটি অনুকূল এবং বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরি করেছে উল্লেখ করে নন-রেসিডেন্সি বাংলাদেশি(এনআরবি)-এর বিনিয়োগকারীদেরকে বৃহৎ পরিসরে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার ঢাকায় প্রবাসী বাংলাদেশিদের ক্লাব (এনআরবি)-এর অবদান ও সীমাবদ্ধতা বিষয়ক এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘এনআরবি’র বিনিয়োগ রেস্তোরাঁ এবং পেট্রোল পাম্পের মতো ছোট খাতে সীমাবদ্ধ। আমি তাদের বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত করতে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি।’
আরও পড়ুন: রামপুরা-আমুলিয়া ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ।
কে এম খালেদ এনআরবিকে দেশের উন্নতির জন্য তাৎক্ষণিক লাভের আশা না করে দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘এটা বলা খুবই দুঃখজনক যে এনআরবি কোনও ভারী শিল্পে আগ্রহী নয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপর ফোকাস করা ভাল হবে।’
স্বাগত বক্তব্য দেন এনআরবি ক্লাবের সভাপতি শাহজাদা হামিদ এবং বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক রেজা করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোয়াজ্জাম হোসেন রতন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বিএমইটির মহাপরিচালক শহিদুল আলম প্রমুখ।
সারা বিশ্ব থেকে প্রবাসীরা বাংলাদেশে তাদের অধিকার রক্ষা ও অগ্রসর করার জন্য একটি ক্লাব গঠন করতে এসেছিলেন।
আরও পড়ুন: ৩৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে নতুন কৃষি ঋণ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের