বাংলাদেশও ভারতের সম্পর্ককে বিশ্বের বুকে এক অনন্য মডেল হিসাবে উল্লেখ করেছেন ভারতের সহকারি হাইকমিশনার সঞ্জিব ভাট্টি। তিনি বলেছেন, সে কারণেই আমরা কোন সংঘাত ছাড়াই ছিটমহল সমস্যার সমাধান করতে পেরেছি।
মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ভারত সরকারের দেয়া লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুই দেশের এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সঞ্জিব ভাট্টি। এ সময় তিনি বাংলাদেশ পুলিশেরও প্রশংসা করেন।
যে কোন সমস্যা পারস্পারিক সহযোগিতার মাধ্যমে মোকাবিলা করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ভারতের এ কুটনীতিক বলেন, করোনা মহামারিতেও ভারত ও বাংলাদেশ পরস্পরের সহযোগিতায় সংকট মোকাবিলা করেছে।
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর সদর পৌরসভার মেয়র উমা চোধুরী, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাতে তিনি সেখানকার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এদেশের জন্ম সূত্রে। ৭৫'র হত্যাকান্ডের পর পাকিস্তান নির্ভর অপশক্তি সেই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে। কিন্ত বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ সেই সম্পর্ক মজবুত করেছে।
আরও পড়ুন: ভারত থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা