বৃহস্পতিবার মাল্টায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসী হাইকমিশনার মো. জসীম উদ্দিনের সাথে আলাপকালে একথা জানান তিনি।
মাল্টার রাজধানী ভ্যালেটায় দেশটির জাতীয় সংসদ ভবনে এঞ্জেলো ফারুজিয়ার সাথে সাক্ষাত করেন হাইকমিশনার মো. জসীম উদ্দিন।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে ড. ফারুজিয়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সংসদীয় নেতৃত্বের প্রশংসা করেন।
এর আগে হাইকমিশনার মো. জসীম উদ্দিন মাল্টার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ডক্টর বায়রন ক্যামেলিয়ারীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন। সাক্ষাৎকালে ড. ক্যামেলিয়ারীর কাছে বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের জন্য মাল্টার ভিসা সহজীকরণের অনুরোধ জানান তিনি।
একই দিনে মাল্টার ইমিগ্রেশন বিষয়ক সংস্থার প্রধান নির্বাহী এনটন সিভাসতা এর সাথেও বৈঠক করেন হাইকমিশনার জসীম উদ্দিন। বৈঠকে মাল্টায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ সহজতর করার লক্ষ্যে ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।