বাগেরহাটে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এপর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা সাত হাজার ৩৬২ জন। এসময় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৫৪ দশমিক ৬৮ শতাংশ।
বর্তমানে বাগেরহাটে করোনা আক্রান্ত ১০ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৪৪ জন।
আরও পড়ুন: করোনা: চট্টগ্রামে মৃত্যু ৪, শনাক্ত ১১৬৭
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় বাগেরহাটে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার শতকরা ৫৪ দশমিক ৬৮ শতাংশ। একারণে জেলায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১৩৫টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক এবং নার্সরা প্রস্তুত রয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ আদনান হোসেন জানান, বাগেরহাটে প্রতিদিন করোনা রোগী বাড়ছে। এই মুহুর্তে সদর হাসপাতালে সাতজন করোনা রোগী ভর্তি রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে একদিনে করোনায় আক্রান্ত ৫১, শনাক্তের হার প্রায় ৫২.৫৮