গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৫০ শতাংশ। ৪০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ১২৫ জন এবং মারা গেছে ১৪৪ জন। এই সময়ে সুস্থ হয়ে উঠেছে ৬ হাজার ৯৩৫ জন। এর পরেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।
আরও পড়ুন: একদিনে খুলনায় করোনায় ২ মৃত্যু
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, বাগেরহাটে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৫০ শতাংশ। জোরদার করা হয়েছে ভ্যাকসিন কার্যক্রম। এ পর্যন্ত করোনার প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে শতকরা ৬৩ দশমিক ১৯ শতাংশ, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪১ দশমিক ৮৮ শতাংশ এবং বুস্টার ডোজ দেয়া হয়েছে ১ দশমিক ১৮ শতাংশ।
আরও পড়ুন: ফোন দিলেই করোনা রোগীর বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত বাগেরহাটে ১১ লাখ ২২ হাজার ২৬৯ জনকে প্রথম ডোজ, সাত লাখ ৩০ হাজার ৬২৪ জনকে দ্বিতীয় ডোজ ও ২০ হাজার ৯০৫ জনকে বুস্টার ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এছাড়া ১২ থেকে ১৭ বছর বয়স্ক শিক্ষার্থীদের এক লাখ ৫৩ হাজার ৩৬১ জনকে প্রথম ডোজ ও ৪৬ হাজার ৪৩৭ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে।