অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম এ রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি বাবরকে ১০ হাজার টাকা জরিমানা এবং তার ব্যাংক অ্যাকাউন্টের ৬ কোটি ২৬ লাখ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। জরিমানার টাকা না দিলে আরও তিন মাস সাজা ভোগ করতে হবে বাবরকে।
পড়ুন: খুলনায় কোকেনের মামলায় একজনকে মৃত্যুদণ্ড, ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
২০০৭ সালের ২৬ জুলাই থেকে বাবর এ মামলায় কারাগারে আছেন। ফলে অনেক আগেই সাজার ওই সময় পার করে ফেলেছেন তিনি। যদিও ২০০৪ সালের গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় মৃত্যুদণ্ডের রায় রয়েছে বাবরের ওপর।
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি বাবরের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই বছরের ১৬ জুলাই দুদকের উপ সহকারী সচিব রূপক কুমার সাহা বাবরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বিএনপি জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২০০৭ সালের ২৮ মে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পড়ুন: খুলনায় স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামীর মৃত্যুদণ্ড