দেশে করোনা সংক্রমণ কমায় বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার সংক্রমণের হার কমায় রেলপথ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার টিকাদান কর্মসূচি জোরদার করেছে। মানুষ টিকা নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন যা যাত্রী চাপ বাড়িয়েছে। তাই অর্থনীতির চাকা সচল রাখতে যাত্রীদের চাহিদা পূরণ করতে হবে।
এছাড়া মন্ত্রণালয় ট্রেনের যাত্রীদের করোনার স্বাস্থ্যবিধি, যেমন মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার, কঠোরভাবে মেনে চলার কথাও মনে করিয়ে দিয়েছে।
এর আগে করোনার নতুন ধরন ওমিক্রনের ফলে করোনার সংক্রমণ বাড়তে থাকায় গত ১৫ জানুয়ারি থেকে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়।
আরও পড়ুন: বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু