বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে দেশব্যাপী 'বাংলা ব্লকেড' ঘোষণা করেছেন কোটা আন্দোলনকারীরা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড় থেকে এ ঘোষণা দেন আন্দোলনের সামনের সারিতে থাকা আসিফ মাহমুদ।
এর আগে বিকাল ৫টা ২০ মিনিটে শিক্ষার্থীরা মূল সড়ক থেকে অবরোধ তুলে শাহবাগ মোড়ের দিকে মূল সমাবেশে যোগ দেয়।
আরও পড়ুন: কোটা সংস্কার: 'বাংলা ব্লকেড' কর্মসূচির কারণে মেট্রোরেলে যাত্রীর চাপ
কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, 'আমাদের দাবি সরকারের কাছে, হাইকোর্টের কাছে নয়। আমরা উচ্চ আদালতের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে চাই না বা ভোগ করতে চাই না। সরকার বা নির্বাহী বিভাগ সরাসরি আমাদের আশ্বাস দিলে আমরা সড়ক ত্যাগ করব। আমাদের রাস্তায় থাকার কথা নয়। এটা আমাদের জায়গা নয়। আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট না করে শিগগিরই পড়াশোনায় ফিরতে চাই।’