বেইস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিজিএমইএ’র অফিস ঘেরা ও কর্মসূচি পালন করেছেন।
সোমবার দুপুরের দিকে নগরী খুলশী থানাধীন ঝাউতলাস্থ বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এছাড়া পাওনা আদায়ে শিল্প পুলিশ ও বিজিএমইএ কর্মকর্তাদের আশ্বাসে দুইদিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ আগস্ট বেইস টেক্সটাইল বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া তিন মাসের পাওনা পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। তাই পাওনা আদায়ের জন্য শ্রমিকরা বাধ্য হয়ে বিজিএমইএ অফিস ঘেরাও করেছে।
আরও পড়ুন:ওয়াসার এমডি’র বেতন-বোনাসের হিসাব চাইলেন হাইকোর্ট
শ্রমিকরা আরও জানায়, মালিকপক্ষ বিনা অপরাধে কাউকে কিছু না বলে বেতন বকেয়া রেখে শ্রমিক ছাঁটাই শুরু করে এবং কোরাবানির ঈদে কারখানা কয়েকদিনের জন্য বন্ধ রাখলেও পরে আর চালু করেনি কর্তৃপক্ষ।
বাংলাদেশ লেবার ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি আনোয়ার হোসেন জানান, দুইদিনের মধ্যে পাওনা পরিশোধের বিষয়ে সমাধান না পেলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন শ্রমিক নেতারা।
এর আগে গত ২৭ জুলাই নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল মোড়ে একই দাবিতে সড়ক অবরোধ করেন এই কারখানার শ্রমিকরা। পরে পুলিশ ও শ্রম আদালতের পক্ষ থেকে আইনি সহায়তার মাধ্যমে বকেয়া আদায়ের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন।
আরও পড়ুন:৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
শ্রমিকদের বেতন দিতে শিল্পাঞ্চলে ৮ ও ৯ জুলাই ব্যাংক খোলা